মানিকে মাগে হিতে বাংলা অর্থ গানের লিরিক্স দেয়া হলো এখানে। গানটি ইদানীং সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় একটি গান। অনেকেই এই গানটির বাংলা অর্থ জানতে চান। তাদের জন্য এখানে তাই দেয়া হলো।
মানিকে মাগে হিতে বাংলা অর্থ গানের লিরিক্স
আমার মনের সকল ভাবনা তোমাকে নিয়েই চলে, এ যেন এক অগ্নি শিখা, জ্বলছেই
তোমার শরীরী আদল আমি চোখে হারাই, আমি সারাক্ষণ তোমাকেই দেখে যাই
তুমি আমার হৃদয়ের অনেক কাছে, যেন অনন্তকাল ধরেই তোমাকে চিনি
তুমি পরীর মতো, তুমি আমার প্রিয়তম,
তুমি আমার লুকোনো মন খুঁজে বের করেছ, আর কঠিন হইও না
আমার এই প্রেম শুধু তোমারই জন্য,
এই গ্রামে তুমি সবচেয়ে বেশি কথা বলো, আমার মন তাতেই মঝেছে
তোমার চোখে যখন আমার চোখ পড়ল, আমি নিজেকে সামাল দিতে পারিনি,
ওরে মেয়ে, আমার পরাণ জ্বলছে, আরও একটু কাছে এসো
তোমার জাদু আমায় পাগল করে দেয়,
তুমিই আমায় ডাকছো, আমি মৌমাছি, মধুর খোঁজে আছি,
একমাত্র আমার সাথেই তোমার থাকা উচিৎ
তুমি আমার হৃদয়ের অনেক কাছে, যেন অনন্তকাল ধরেই তোমাকে চিনি
তুমি পরীর মতো, তুমি আমার প্রিয়তম,
আমার মনের মাঝে সব ভাবনা তোমাকে নিয়েই চলে, এ যেন এক অগ্নি শিখা জ্বলছে
তোমার শরীরী আদল আমি চোখে হারাই, আমি সারাক্ষণ তোমাকেই দেখে যাই
তুমি আমার হৃদয়ের অনেক কাছে, যেন অনন্তকাল ধরেই তোমাকে চিনি
তুমি পরীর মতো, তুমি আমার প্রিয়তম ,
আমার মনের মাঝে সব ভাবনা তোমাকে নিয়েই চলে, এ যেন এক অগ্নি শিখা জ্বলছে
তোমার শরীরী আদল আমি চোখে হারাই, আমি সারাক্ষণ তোমাকেই দেখে যাই।