এখানে সিঙ্গেল ছেলেদের ফানি স্ট্যাটাস দেয়া হয়েছে অনেক গুলো। অনেকেই এই ধরণের লেখা মাজে মাজে খোঁজ করে থাকেন। বিশেষ করে যারা সিঙ্গেল আছেন, তারা এই রকম ফানি কথা গুলো মাঝে মাঝে তাদের ফেসবুকে শেয়ার করে থাকেন। তাদের জন্যই আমরা এখানে অনেক গুলো দারুণ দারুণ কথা বা লেখা দিয়েছি। আশাকরি, লেখা গুলো অনেক উপভোগ করবেন। তো আসুন তাহলে শুরু করি।
সিঙ্গেল ছেলেদের ফানি স্ট্যাটাস:
1. বিয়ে হলো একটি সিঙ্গেল ছেলের জীবনের শেষ পরিনতি।
2. সিঙ্গেল ছেলেদের নিয়ে কেউ ভাবে না, তারা যখন বিয়ে করতে বলে ঠিক তখনই সবার টনক নড়ে।
3. সিঙ্গেল থাকার মজাই আলাদা, জাস্ট চিল কোন প্যারা নেই।
4. একটা কোল বালিশ হলো সিঙ্গেল ছেলেদের একমাত্র ভরসা।
5. সিঙ্গেল লাইফ মানে শুধু ঘুম আর আড্ডা। কোন ঝামেনা নেই।
6. সিঙ্গেল ছেলেদের কোন পার্টনার নেই আছে অনেক মামা আর খালা।
7. সিঙ্গেল ছেলেদের জীবন হলো ঝামেলা মুক্ত এক বাস বাগান।
8. যারা সিঙ্গেল আছে তারা সব সময় বিয়ের কথা ভাবে, আর যারা বিয়ে করেছে তারা বলে কেন যে বিয়ে তা করলাম।
9. জীবনে আর যাই আসুক কোন কাল সাপ না আসুক, তার চেয়ে সিঙ্গেল থাকাই ভালো।
10. সিঙ্গেল লাইফ মানে কোন কাজ নাই, তারপরও সময় পাই না।
11. সুখে থাকতে চাও সিঙ্গেল থাকো, বিয়ের পর দেখবে প্রথম কয়েক মাসে মাথার চুল আর নেই।
12. বর্তমানে চার পাঁচটা জি এফ থাকার পরও নিজেকে সিঙ্গেল দাবি করা ছেলেদের জন্য সত্যি খুব মায়া হয়।
13. আসুন বিয়ে মুক্ত জীবন গড়ি, সিঙ্গেল থেকে নিজেকে নিরাপদ রাখি।
14. ছেলেদের সিঙ্গেল লাইফ মানে ফাইভ জি আর বিবাহিত জীবন মানে ৩ জি।
15. সিঙ্গেল ছিলাম ভালোই ছিলাম বিয়ে করে দেখি শান্তি নাই। হায়রে এখন হবে কি উপায় আমার।
16. সিঙ্গেল লাইফে কোন প্যারা নাই, এই কথা শোনা যায় অনেকের কাছেই, তবে বাস্তবতা অন্যরকম।
17. ছেলেদের সিঙ্গেল লাইফ ভালো লাগে না, কারণ তারা শান্তিতে থাকতে চায় না।
18. ভালো ছেলেরা সব সময় সিঙ্গেল থাকে, তারা কাউকে অফার করতে পারে না।
শেষ কথা:
প্রিয় বন্ধুরা, আমরা এখানে চেষ্টা করেছে সিঙ্গেল ছেলেদের ফানি স্ট্যাটাস দিয়ে আপনাদের মনোরঞ্জন করতে। কতটুকু করতে পেরেছি তা জানিনা তবে আমরা সব সময় আপনাদের দারুণ দারুণ লেখা উপহার দেয়ার চেষ্টা করি। এখানেও তাই করেছি। যাহোক আমাদের এই লেখা গুলো বাস্তবতার সাথে নাও মিলতে পারে।
তাই লেখা গুলো খুব সিরিয়াস ভাবে কেউ নেবেন না। আপনাদের কাছে মজা লাগলেই আমাদের এই লেখা গুলো সার্থক। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সময় থাকলে আমাদের লেখা নিচের পোস্ট গুলোতে ক্লিক করে পড়তে পারেন। আশাকরি খুবই ভালো লাগবে।